parts of speech bangla কাকে বলে? parts of speech কত প্রকার ও কি কি?

parts of speech bangla কাকে বলে? parts of speech কত প্রকার ও কি কি?

parts of speech bangla কাকে বলে? parts of speech কত প্রকার ও কি কি?


Words are divided into different kinds or Classes called Parts of Speech, according their use, that is according to the work they do in the sentence.

অর্থাৎ,বাক্যে তাদের ব্যবহার ও কাজ অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে Parts of speech বলে।

অর্থাৎ,বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে Parts of Speech বলে।

Speech অর্থ Sentence বা বাক্যের আর  Parts অর্থ অংশসমূহ । অতএব Parts of speech অর্থ হচ্ছে Sentence বা বক্যের অংশসমূহ ।

এক বা একাধিক Word এর সমন্বয়ে ইংরেজি ভাষায় Sentence গঠিত হয়। একটি Word দিয়েই তৈরি হোক আর একাধিক Word দিয়েই তৈরি হোক Sentence এ ব্রবহুত প্রতিটি Word ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। কোন Word ব্যক্তি বা বস্তুকে বুঝায় ,কোন Word ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে,কোন Word আবার ব্যক্তি বা বস্তুর দোষ,গুণ,অবস্হা ,সংখ্যা ,ইত্যাদি প্রকাশ করে,কোন word দ্বারা কাজ করা বুঝায়,কোন Word আবার অন্য Word গুলোকে সংযুক্ত করে। Sentence এ ব্যবহুত এসব Word সেগুলোকে তাদের ব্যবহারের ভিওিতে ভিন্ন ভিন্ন শ্রেণিীতে ভাগ করা হয়। বাক্যের ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর এ শব্দগুলোই এক একটি Parts of Speech।

নিচের Sentence গুলো লক্ষ্য করঃ

Mili Sentence in class eight .

She is a good girl. She sings sweetly.

She goes to Madrasah every day.

She is beautiful and intelligent.

One day she saw a bird.

She said.` Oh! What a mice bird it is’’!

উপরের বাক্যগুলোতে Mina,girl,school,birdশব্দগুলো কোন না কোন নাম বুঝায়(Noun)She শব্দগুলো Mina এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে (Pronoun) good ,nice, beautiful, intelligent শব্দগুলো  Mina , girl ও bind এর গুণ প্রকাশ করেছে(Affective)এবং read ,sing,go,see,এই শব্দগুলো দ্বারা কি হয়েছে বা ঘটেছে তা বুঝায়  (Verb)।Sweetly শব্দটি Verb sing এর অবস্হা প্রকাশ করেছে (Adverb ) আবার To, Madrasah এর পূর্বে বসে অন্য Word এর সাথে Madrasah-এর সম্পর্ক বোঝাচ্ছে  (Preposition). And beautiful ও Intelligent এর মাঝে বসে দুটি শব্দকে সংযুক্ত করেছে  (Conjunction). Oh শব্দটি মনের আবেগ ও আনন্দ প্রকাশ করেছে (Interjection)। বিভিন্নভাবে ব্যবহৃত এসব শব্দগুলাই  Parts of Speech. 

parts of speech bangla কাকে বলে

অতএব, বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে যখন  Sentence এ তাদের বিশেষ কাজ অনুসারে ভাগ করা হয়,তখন তাদেরকে Parts of speech বলে।

-The different kinds of words Which are divided according to their functions in a sentence are Called Parts of Speech.

parts of speech কত প্রকার ও কি কি

parts of speech ৮ প্রকার । 

 নিচের Sentence টির মাধ্যমে বিভিন্ন প্রকার Parts of Speech এর ব্যবহার দেখানো হলোঃ

Hurrah! Asad got the first prize and he showed it to his father instantly.

এখানে Asad , he ,got, first, instantly, to ,and ও hurrah ভিন্ন ভিন্ন কার্য্ সম্পন্ন করে।র্

  1. Asad দ্বারা ব্যক্তির নাম বুঝায় তাই তা Noun.
  2. He ,Asad,এর পরিবর্তে বসেছে। সুতরাং তা Pronoun.
  3. Got দ্বারা কোন কাজ করা বুঝায়। তাই তা Verb.
  4. First দ্বারা কিরুপ পুরষ্কার তা বুঝাচ্ছে। অতএব তা Adjective.
  5. Instantly দ্বারা কার্য্ সম্পাদনের সময় বুঝাচ্ছে । তাই Instantly Adverb.to-``his father ’এবং‘‘Showed’’
  6. Verb এর সাথে সম্পর্ক স্হাপন করছে। to এখানে Preposition.
  7. And দুইটি Sentense কে যুক্ত করেছে তাই ‘and’Conjuntion .
  8. Hurrah!শব্দটি দ্বারা মনের আকস্নিক উল্লাস প্রকাশ করেছে। তাই Hurrah শব্দটি Interfection.

তাহলে দেখা যাচ্ছে-Sentense এ ব্যবহুত শব্দগুলোকে এদের প্রকাশিত অর্থ অনুযায়ী আট শ্রেণীতে ভাগ করা যায়।অর্থাৎ parts of Speech প্রধানত আট প্রকার।যথা-

  1. Noun (বিশেষ্য)                         
  2. Pronoun  (সর্বনাম)                     
  3. Adjective বিশেষণ 
  4. Verb    (ক্রিয়া)
  5. Adverb(ক্রিয়া বিশেষণ)
  6. Preposition (পদান্বয়ী অব্যয়)
  7. Conjunction(সংযোজক অব্যয়)                     
  8. Interjection (আবেগসূচক অব্যয়)

নিম্নে একটি ছকের মাধ্যমে বিভিন্ন রকমের Parts of Speech এর সংক্ষিপ্ত ও উদাহরণ দেখানো হলোঃর্

 

Parts of Speech

(পদ প্রকরণ)

Short Presentation

(সংক্ষিপ্ত পরিচয়)

Example

(উদাহরণ)

Noun

(বিশেষ্য)

যে কোন নামের ক্ষেত্রে

ব্যবহুত শব্দ

Lily ,Lemon,Rana,Cow,Goat,Dhaka,Poet etc.

Pronoun

(সর্বনাম)

নামের পরিবর্তে ব্যবহুত শব্দু

He, she, they, them, we, our, their, it etc.

Adjective

বিশেষণ

গুণ,দোষ,অবস্হা,পরিমাণ

প্রকাশে ব্যবহুত শব্দ

Good, bad, nice, fine, beautiful, much, little etc.

Verb

(ক্রিয়া)

কোন কিছু করা বা হওয়া প্রকাশে ব্যবহুত শব্দ

Do, go, drink ,become, run, dame, kill etc.

Adverb

(ক্রিয়া বিশেষণ)

ক্রিয়া কীভাবে ,কখন,কোথায় সম্পন্ন হল তা প্রকাশ করতে ব্যবহুত শব্দ

Well , nicely, slowly, easily, regularly, there etc.

Preposition

((পদান্বয়ী অব্যয়)

Word এর আগে বসে পূর্ববর্তী Word এর সাথে ঐ Word এর সম্পর্ক স্হাপনে ব্যবহুত শব্দ

In, into, for, from, to, on, off, by,

with, at, over , above, onto etc.

Conjunction

(সংযোজক অব্যয়)

দুই বা ততোধিক Word/clause কে যুক্ত করতে ব্যবহুত শব্দ

And, but, for, if, yet, or, because, unless etc.

Interjection

(বিষ্নয়সূচক অব্যয়)

আনন্দ ,দুঃখ,আবেগ,বিষ্নয়,ঘৃণা ভয় ইত্যাদি প্রকাশ করে

Hurrah! কী মজা, Alas হা য় Hush! চুপ Fie ছি, Hello! ওহে e tc.

 

Noun কাকে বলে?

যে সকল word দ্বারা কোন ব্যক্তি ,বস্তু ,পদার্থ,স্হান ,দোষ ,গুণ ক্রিয়া, ইত্যাদির নাম বুঝায় তাদেরকে Noun বলে। (A Noun is a word which denotes the name of a person ,thing, place ,quality, action etc.)

নামের প্রকাভেদ অনুসারে নিম্নে কতগুলো উদাহরণ দেয়া হলঃ

Examples:

Name of Person(বস্তুর নাম) 

Mili ,Lily, Emon, Lemon, Hasan, Nopoor, Suhrawarki etc.

Name of Things(বস্তুর নাম):

Book, pen, calculator, dictionary, chair, table etc.

Name of Materials   (পদার্থের নাম):

Water, oil, milk, iron, gold, silver, coal. Etc.

Name of place (স্থানের  নাম):

Dhaka, Chittagog, Rajshahi, Mumbai, Bhutan etc.

Name of quality (গুণের নাম):

Charity, honesty, goodness, over, truthfulness, kindness etc.

Name of action(ক্রিয়ার নাম):

Privatization, purification, hesitation, function etc.

Pronoun কাকে বলে?

Noun এ পরিবর্তে যে Word ব্যবহুত হয় তাকে pronoun বলে। 

(pronoun is a word used instead of Noun.)

Pro শব্দের অর্থ পরিবর্তনের সমতুল্য। অর্থাৎpronoun শব্দের অর্থ হলNounএর পরিবর্তে বা Noun সমতুল্য (Noun equivalent)।যেমন-

  • Shahed is absent because he is ill.      
  • The pen is where you kept it.

উপরের বাক্য দুটিতে he এবং it যথাক্রমে Shahed এবং pen এ দুটি Noun এর পরিবর্তে ব্যবহুত হয়েছে।অতএব, he এবং it শব্দ দুটি pronoun .

Adjective কাকে বলে?

যে word দ্বারা কোন Noun বা pronounএর দোষ,গুণ,অবস্হা ,সংখ্যা ,পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়,তাকে Adjective বলে।

 (The world which qualifies a noun or pronoun is called Adjective.)

যেমন-

  • Shahed is a brilliant student.  
  • There are forty-five boys in class ix.

উপরের বাক্য দুটিতে brilliant এবং forty –five যথাক্রমে student এবং boys শব্দদ্বয়ের গুণ ও সংখ্যা প্রকাশ করেছে। এতএব,brilliant ও forty –five শব্দ ‍দুটি Adjective.

Verb কাকে বলে?

যে Word দ্বারা কোন কাজ করা বা হওয়া বুঝায় তাকে Verb বলে।

 (A verb is a word used to express an action or state)যেমন-

  • Lily writes a letter .     
  • Aslam plays football.   
  • My father reads the Quran everyday.
  • They Catch fish.     
  • Mili goes to Madrasah.

উপরের sentence গুলোতে writes, plays ,reads, catch goes শব্দগুলো দ্বারা কোন না কোন কাজ করা বুঝাচ্ছে। এ জাতীয় শব্দগুলোই হল Verb ,আরো সহজভাবে বরা যায় যে ,কোন কিছু করা,খাওয়া ,ধরা,মারা ,বোঝা ,ভাব ,খেলা বা ভাঙ্গা হল এককটি কাজ ।যেসব word দ্বারা এ কাজ বা action বুঝান হয় সেগুলোকে বলে Verb.

AAdverb কাকে বলে?

যে Word verb, Adjective  বা অন্য কোন Adverb অথবা Noun pronoun ব্যতীত অন্য কোন Parts of Speech এর অবস্হা প্রকাশ করে তাকে Adverb বলে।(An Adverb is a word which expresses the meaning and condition of a verb .Adjective or another Adverbs or Parts of Speech except Noun and pronoun)যেমন-

  • He welds sowly.  
  • The girls is very beautiful. 
  • She did the sum quite correctly.

উপরের বাক্যগুলোতে Slowly,very এবং quite যথাক্রমে Walks (verb)beautiful (adjective) এবং correctly (adverb)এর অবস্হা প্রকাশ করেছে । অতএব Slowly,very এবং quiteশব্দগুলো Adverb.

Preposition কাকে বলে?

Pre = আগে বা পূর্বে ,position =স্হান ।preposition হল সেই word গুলো যেগুলো কোন word এর আগে বসে পূর্ববর্তী word এর মধ্যে সেতুবন্দন রচনা করে।

অন্যভাবে বলা যায়,preposition হল সেই Word যা Noun বা

 (pronoun  to express its relation to some other word in the sentence.)

যেমন-

  • The pen is in the box.    
  • The book is on the table.
  • He welded to the door.    
  • The shoes are under the desk.

উপরের বাক্যগুলোতে in শব্দটি pen ও box এর মধ্যে ,on শব্দটি book ও table এর মধ্যে ,to শব্দটি Walked ও door এর মধ্যে,underশব্দটি ‍shoes desk এর মধ্য সম্পর্ক স্হাপন করেছে। সুতরাং in. on, to, under প্রভৃতি এক একটি preposition এরূপ আরো কতগুলো preposition এর উদাহরণ নিচে দেয়া হরোঃ

For, into, of, over, above, behind, from, with, below , beside , by ইত্যাদি।

Conjunction কাকে বলে?

যে Word দুই বা ততোধিক Word ,phrase বা clause এর মধ্যে সংযোগ স্হাপন করে তাকে Conjunction বলে ।

(A Conjunction is a word used to join words, phrases of clauses.)যেমন-

  • Masum and Shahed are two brothers.
  • I ran falt but missed he train.

উপরের প্রথম বাক্যে and দ্বারা Masum ও Shaheed এ দুটি Noun কে যুক্ত করা হয়েছে। দ্বিতীয় বাক্যে but দ্বারা I am fast এবং I missed the train এ দুটি clause কে যুক্ত করা হয়েছে। অতএব,and এবং but শব্দ দুটি Conjunction.

Interjection কাকে বলে?

যে Word দ্বারা মনের আকস্নিক ভাববেগ প্রকাশ করা হয় তাকে Interjection বলে। (An Interjection is a word which expresses some student feeling.

এরূপ আকস্নিক মনের ভাব দ্বারা হর্য় ,বিষাধ ,বিষ্ময় ,ঘৃণা ,বিরক্তি ,উচ্ছ্বাস বেদনা ইত্যাদি প্রকাশ পায়। যেমন-

  • আনন্দ অর্থে ব্যবহুত হয়ঃ Hurrah!      Hurrah! We have won he match.
  • দুঃখ প্রকাশে ব্যবহুত হয়ঃAlas!Ah!      Alas! The man is no more.
  • তিরষ্কার অর্থে ব্যবহুত হয়ঃFie!Fie:      Fie! Fie! You are so mean.
  • উঃসাহ যোগাতে ব্যবহুত হয়ঃ Bravo!    Bravo! Well played.
  • ঘৃণা বা বিরক্ত প্রকাশে ব্যবহুত হয়ঃ  `Tut-tuts   Tut! Tur! It is a rotten fish.
  • আহব্বান করতে ব্যবহুত হয়ঃ  Hello !      Hallo! What are you doing now.
  • মনোযোগ আকর্ণণ করতে : Hush! Hump! Hush! The Superintendent is coming.
  • সন্দেহ প্রকাশ করতে ব্যবহৃত হয়ঃ Hump!     Hump! I don’t believe him.

Note:  অধুনা ইংরেজিতে Interjection কে parts of Speech হিসেবে গণ করা হয় না। কারণ এদের সাথে Sentence এ অপরাপর শব্দের সঙ্গে কোন সম্পর্ক রচিত হয় না এবং এদেরকে Sentence থেকে আলাদা করা হলেও মূল Sentence এর অর্থের কোন রূপ পরিবর্তন ঘটৈ না।যেমন-

Hurrah! Wi have won the match.

এখানে Hurrah শব্দটি বাদ দিলে Sentence এর বাকি অংশ দাঁড়ায় We have won the match.

অনেক সময় Interjection word কে that’s দ্বারা যুক্ত করে একটি Sentence এ পরিণত করা যায়। যেমন-oh that I were a bird! Oh1 that I could be a king!

Exercise of parts of speech bangla

1.Multiple Choice Questions.

Choose the best answer from the alternatives:

a.       Parts of Speech- -- প্রকার।

(১) ৪ প্রকার   

(২) ৫ প্রকার    

(৩)৮ প্রকার   

(৪)৬ প্রকার

b.      Noun  এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয়---

(১) Conjunction   

(২) Verb    

(৩) Pronoun    

(৪)Adjective

c.       Beautiful শব্দটি একটি---

(১)Noun    

(২) Adverb    

(৩)Verb     

(৪) Adjective

d.       The example of an adverb is ---

(1)good    

(2)Hurrah!  

(3)slowly   

(4)nice

    e. Noun বা Pronoun এর দোয় ,গুণ ,অবস্হা,সংখ্যা প্রকাশ বলা হয়----এর মাধ্যমে।

            (1)Adjective     

            (2)Verb     

             (3) pronoun    

             (4)Adverb

  

2. Short questions:

         a. Parts of Speech কাকে বলে?

         b. Parts of speech কত প্রকার ও কী কী?

         C. Adjective কাকে বলে?

        d. Conjunction কাকে বলে?  উদাহরণ দাও।

        adverb এর তিনটি উদাহরণ দাও।

3.Broad questions:

   apart of Speech কাকে বলে? উহা কত প্রকার ও কী কী?প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও।

4. নিচের Sentence গুলোতে কোনটি কোন parts of speech তা নির্ণয় করঃ

1.Dhaka is a big city.2.He goes to madrasah.3.Teny play football.4. Suman is a good boy.5.He walks slowly.6.He put the book on the table.7.Alas! I have Failed.8.Hurrah! We have wrong the game.9.May Allah bless you. 10.The committee is consisted of five members.11.I have the five books.12.Honesty is the best policy.13.The pious are happy.14.Iron is a useful metal.15.I met him in the party.16.He invited me to lunch.17. The boy is meritorious.18.The cat is fond of milk.19.Rahim and Karim go to madrasah everyday. 20.Bread and butter is Favorite to me.21.He is very clever and intelligent .22.Wald fast or you will miss the train.


6.Identify the parts of speech of the words in the following sentence.

1.Bangladesh is a beautiful Country.     

2.Dhaka is the Capital of Bangladesh.

3.She is a good girl.               

4.Grass is green.

 5.The rose is beautiful.             

6.The dog is a faithful animal.

  7.The sky is blue.                 

8.The earth move round the sun.

 9.January is the first month of the year.  

10.Childern love sweets.

11.Hoq old is Sumon?               

12.I am reading newspaper.

13.The cow is a useful animal .        

14.The rich are not always happy.

15.I read in Class eight.              

16.He is poor but honest.

17.The birds fly in the sky.             

19. Honesty is the best policy.

19.The Quran is a holy book for the Muslims.  

20.Nazrul is a poet.

 21.Alas!I am undone.                    

22.Bangladesh is an independent country.

23.He walks slowly.                     

24.The book is on the table.

25.You are very sad.s                  


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url